ইন্টারনেট প্রেমিদের জন্য গুরুত্বপূর্ণ এই পোস্ট
আস্সালামুআলাইকুম । ইন্টারনেটের গুরুত্ব কাউকে বিশ্লেষণ করে বোঝানোর কোন দরকার নেই। মাঝেমধ্যেই বিভিন্ন সাইট ব্রাউজি|ং এর ক্ষেত্রে দেখি যে, সাদা একটা page এসে হাজির হয় এবং তাতে একটা সংখ্যা লেখা তাকে মাত্র। কিন্তু আমরা অনেকেই বুঝিনা এটার মানে কি, এগুলোর মানে বোঝানোর জন্যই এই
Segment । কোন সংখ্যার কি অর্থ তা নিচে দেওয়া হল।
- 203 Non-Authoritative Information (Since HTTP/1.1) – সার্ভার যে তথ্য দিচ্ছে তা অন্য কোনো সূত্র থেকে আসছে।
- 204 No Content – সার্ভারে কোনো উপাদান পাওয়া যায়নি।
- 400 Bad Request – অনুরোধ যথাযথ প্রক্রিয়ায় করা হয়নি।
- 403 Forbidden – সার্ভার অনুরোধ গ্রহণ করেনি।
- 404 Not Found – বর্তমানে পাওয়া যাচ্ছে না, তবে পরে পাওয়া যেতে পারে।
- 413 Request Entity Too Large – ধারণক্ষমতার চেয়ে বেশি পরিমাণ অনুরোধ সার্ভারে পাঠানো হয়েছে
- 408 Request Timeout – অনুরোধ করে সার্ভারের সাড়া পাওয়ার সময়।
- 410 Gone – বর্তমানে সার্ভার পাওয়া যায়নি এবং ভবিষ্যতেও পাওয়া যাবে না।
- 502 Bad Gateway - নির্দিষ্ট ঐ সার্ভার প্রক্সি বা গেটওয়ে হিসেবে চলছিল।
0 comments:
Post a Comment