ইলেষ্ট্রেটর টিউটোরিয়াল
বতমানে অ্যাডোবি ইলেষ্ট্রেটর বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সফটওয়ার। ইলেষ্ট্রেটর ছাড়া
গ্রাফিক্সের অনেক
কাজ
করা চিন্তাই করা যায় না।
ইলেষ্ট্রেটর
সিএস ৬ এর রয়েছে অসংখ্য
ফিচার যেগুলো ব্যবহার করে আমরা যে কোন ডিজাইন, বইয়ের কাভার, নকশা করা সহ বিভিন্ন নতুন বৈশিষ্ট্য যোগ করাসহ অনেক কাজ করতে পারি। ইলেষ্ট্রেটর শেখা সহজ নয়। ইলেষ্ট্রেটর
দিয়ে মোটামুটি কাজ করতে পারেন অনেকেই, তবে এটিকে সঠিকভাবে আয়ত্ব করতে হলে প্রয়োজন হবে দীর্ঘদিনের পরিশ্রম আর একনিষ্ট মনোযোগ।
ছোট থেকে বড় বিভিন্ন কাজ করার জন্য অজস্র মেন্যু, কিবোর্ড কমান্ড এবং শর্টকাট কি মুখস্থ করতে হবে। তবে একবার শিখে গেলে ফটোশপ ছাড়া কাজ করতেই আর ইচ্ছে করবে না। অনেকেই হয়ত জানেন না, ইলেষ্ট্রেটর শেখার জন্য
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হতে পারে এক অতি কার্যকর মাধ্যম।
ওয়েবই পালন করতে পারে আপনার ইলেষ্ট্রেটর শিক্ষকের ভূমিকা। আজকরে এই পোস্টে এমন কিছু ওয়বেসাইটরে কথা তুলে ধরব যার সাহায্যে নিয়ে আপনি ইলেষ্ট্রেটর শিখতে পারেন। নীচের
ওয়েবসাইট গুলি ফলো করলে
কথা দিতে পারি পন্ডিত
হয়ে যাবেন। ঐই
ওয়বেসাইটরে প্রয়োজনীয় দিক নির্দেশনা গুলো মেনে চললে একজন ভালো ডিজাইনার হওয়া সম্ভব।
এছাড়াও
আমার প্রিয় একটি বাংলা
সাইট রয়েছে ছবির দোকান
এখানেও প্রচুর টিউটোরিয়ার রয়েছে।
খুবই
সহজ ভাষায় টেকটিউনস এ গিয়ে সিরিজ
টিউটোরিয়াল এ গিয়ে এখানথেকে ভালভাবে
সব পড়ে যে টিউনটি ভাল লাগে তা পড়ুন দক্ষ হউন। মন্তব্য করুন।
0 comments:
Post a Comment