Monday, March 16, 2015

ইলেষ্ট্রেটর টিউটোরিয়াল

ইলেষ্ট্রেটর  টিউটোরিয়াল

বতমানে অ্যাডোবি ইলেষ্ট্রেটর বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সফটওয়ার ইলেষ্ট্রেটর  ছাড়া গ্রাফিক্সের  অনেক  কাজ করা চিন্তাই করা যায় না
Image result for illustrator logoইলেষ্ট্রেটর সিএস  এর রয়েছে  অসংখ্য  ফিচার  যেগুলো  ব্যবহার  করে আমরা যে কোন ডিজাইন, বইয়ের কাভার, নকশা করা সহ বিভিন্ন নতুন  বৈশিষ্ট্য  যোগ করাসহ অনেক কাজ করতে পারি ইলেষ্ট্রেটর শেখা সহজ নয় ইলেষ্ট্রেটর দিয়ে মোটামুটি কাজ করতে  পারেন অনেকেইতবে এটিকে সঠিকভাবে আয়ত্ব করতে হলে প্রয়োজন হবে  দীর্ঘদিনের  পরিশ্রম আর  একনিষ্ট মনোযোগ  

ছোট থেকে বড় বিভিন্ন কাজ করার জন্য অজস্র মেন্যুকিবোর্ড কমান্ড এবং শর্টকাট কি মুখস্থ করতে হবে তবে একবার শিখে গেলে ফটোশপ ছাড়া কাজ করতেই আর ইচ্ছে করবে না অনেকেই হয়ত জানেন নাইলেষ্ট্রেটর শেখার জন্য 
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হতে পারে এক অতি কার্যকর মাধ্যম

Image result for illustrator logo

ওয়েবই পালন করতে পারে আপনার ইলেষ্ট্রেটর শিক্ষকের ভূমিকা  আজকরে এই পোস্টে  এমন কিছু ওয়বেসাইটরে  কথা তুলে ধরব যার সাহায্যে নিয়ে আপনি ইলেষ্ট্রেটর শিখতে পারেন নীচের ওয়েবসাইট গুলি ফলো করলে কথা দিতে পারি পন্ডিত হয়ে যাবেন ঐই ওয়বেসাইটরে প্রয়োজনীয় দিক নির্দেশনা গুলো মেনে চললে একজন ভালো ডিজাইনার হওয়া সম্ভব
ইলেষ্ট্রেটর  পিডিএফ টিউটোরিয়ালটি এখান থেকে ডাউনলোড করে নিন
এছাড়াও আমার প্রিয় একটি বাংলা সাইট রয়েছে ছবির দোকান এখানেও প্রচুর টিউটোরিয়ার রয়েছে
খুবই সহজ ভাষায় টেকটিউনস এ গিয়ে  সিরিজ টিউটোরিয়াল এ গিয়ে   এখানথেকে  ভালভাবে সব পড়ে যে টিউনটি ভাল লাগে তা পড়ুন  দক্ষ হউন। মন্তব্য করুন। 


0 comments:

Post a Comment