Friday, March 25, 2016

স্বাধীনতা দিবসে গুগলের উপহার লাল সবুজে গুগল ডুডল


স্বাধীনতা দিবসে গুগলের উপহার লাল সবুজে গুগল ডুডল


বছরেরর বিভিন্ন দিনে গুগল দেশের বিভিন্ন দেশের মহান ব্যক্তি , কোন জরুরী ঘটনা চির স্বরনীয় রাখার জন্য গুগল তার সার্চ ডুডলকে  ঐ আঙ্গিকে সাজায়। আর এই  ডুডলে ক্লিক করলেই সার্চ সম্পর্কিত বিভিন্ন তথ্য আসে।


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের প্রতি শ্রদ্ধা ও সমর্থন জানিয়ে লাল-সবুজ ধারণ করেছে গুগল ডুডল। 


সবুজের মাঝে লাল, আর লালের মাঝে সাদা রংয়ে ইংরেজি বর্ণে লেখা গুগল। রাত ১২টার পর ২৬ মার্চ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় গুগলের এই ডুডলটি।

এর পূর্বে একুশে  দিবসে গুগল তার ডুডল এরূপ সাজায়

এছাড়াও আরও কয়েকটি গুগল ডুডল নিম্মে দেওয়া হল







0 comments:

Post a Comment