বেকারত্ব দুর - সমৃদ্ধ আলোকিত জাতি গঠনে অনলাইন আয়ের বিকল্প নাই

আপনার একটি কম্পিউটার ও ইন্টারনেট লাইন থাকলে, আর যদি কম্পিউটারে ন্যূনতম জ্ঞান থাকলে সহজেই আপনি সহজেই গুগলে সার্চ দিয়ে নিজকে অভিজ্ঞ করে অনলাইন আয় করতে পারেন।

এ যুগে ফেসবুক, টুইটার সহ ইনন্টারনেটের ধারনা না থাকা লজ্জ্বার বিষয়

আপনার ই-মেইল একাউন্ট নেই, বা ফেসবুক- ইউটিউবসহ সাইটসমূহে আপনার অংশ গ্রহন নাই, গুগল সা ইঞ্জিন বা গুগল সম্পর্কে জানেন না, এটা কি লজ্জার ব্যপার নয়। এখন সকল তথ্যই ইন্টারনেটে ফ্রিতে পাওয়া যায়।

পিসি বা ল্যাপটপ এবং ইন্টারনেট লাইন থাকে তাহলে আজই আয় শুরু করুন

আপনি যদি ফেসবুক, ইমেইল একাউন্ট থাকে এবং মোটামুটি টাইপ করতে পারেন, বিশ্বের খ্যাতনামা অনলাইন Odesk, Elance, Freelancer সাইট ইত্যাদি সাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করে, ফ্রিতে ইন্টারনেটে নিজকে যে কোন ১ বিষয়ে দক্ষ করে আজই বৈদেশিক মুদ্রা আয় শুরু করুন।

কথায় আছে – সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না

প্রতিজ্ঞা করি শুধু ফেসবুক ও অন্যান্য অপ্রয়োজনীয় সাইটে সময় অপচয় না করে মূল্যবান সময়কে কাজে লা্গাই। শুধু এ জীবননয় অনন্ত কালের কবরের সামানা এখনই তৈরী করা শুরু করি।নামাজে পাবন্দি করি ও প্রতিটি চোখের পলকে জিকির ও ফিকিরে কাটাই।

IT Bd Soft (Anika Computer) একটি অভিজ্ঞ ও বিশ্বস্থ IT ট্রেনিং প্রতিষ্ঠান

আপনি আমাদের সংক্ষিপ্ত হ্যান্ড নোট /পিডিএফ ও ভিডিও টিউটোরিয়াল খুবই স্বল্প মুল্যে নিয়ে নিজে নিজে প্রাকটিক করে নিজকে দক্ষ ও যোগ্য করে তুলূন এবং তারপর আয় শুরু করতে পারবেন।

Friday, January 22, 2016

সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে মাথায় রাখুন ৭টি বিষয়

সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে মাথায় রাখুন ৭টি বিষয়

নতুন ফোনের পিছনে এই মুহূর্তে একগাদা টাকা খরচ না-করে সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কিনবেন বলে ভাবছেন? বা, কারও কাছ থেকে খুব সস্তায় স্মার্টফোন পাচ্ছেন বলে আগেপিছে না-ভেবেই কেনার বিষয়ে মনস্থির করে ফেলেছেন? তা আপনি কিনতেই পারেন কিন্তু তাড়াহুড়া করবেন না কেনার আগে একটু বাজিয়ে নিন মানে, মাথায় রাখুন সাতটি বিষয় এতে লাভ আপনারই

. ফোনের বিল চেয়ে নিন

ফোন যখন কিনছেন, তখন তো অ্যাকসেসরিজ কী আছে তা চাইবেনই কিন্তু সেই আনুষঙ্গিক জিনিসপত্রের সঙ্গে ফোন কেনার বিল বক্সটি চেয়ে নিতে ভুলবেন না ফোনটি চোরাই কি না, শুধু সে বিষয়ে নিশ্চিত হতেই যে আপনি বিল চাইবেন তা কিন্তু নয় ইচ্ছে করলে আপনি যাতে ফের বেচতে পারেন তার জন্যই বিল বক্সটি চেয়ে নেবেন বিল থাকলে গ্যারান্টি পিরিয়ডের মধ্যে আপনি স্মার্টফোনটি বদলে নিতে পারবেন আর ফোনটি চোরাই কি না, সেই ভেরিফিকেশনের জন্য IMEI নাম্বার জানাটা জরুরি ফোনের বক্স থাকলে, আপনি IMEI নাম্বার পেয়ে যাবেন আর ফোনের অ্যাকসেসরিজ যদি সব আসল না হয়, সে ক্ষেত্রে দামদর করতে আপনার সুবিধা হয়

. জিবি ্যাম চাই

আপনার স্মার্টফোনের দাম ১০ হাজার টাকার কম হলেও ২জিবি ্যাম থাকার কথা সুতারাং কেনার আগে ভালো করে দেখে নেবেন দুই জিবি ্যাম পাচ্ছেন কি না যদি দেখেন এক জিবি ্যাম তাহলে দাম থেকে হাজারের বেশি কখনোই নয় সেই মতাবেক দামদস্তুর করে নিন সেই সঙ্গে প্রসেসরও ভালো করে দেখে নেবেন

. চোরাই ফোন নয় তো?

সেকেন্ড-হ্যান্ড ফোন কেনার আগে এই প্রশ্নটা মাথায় রাখবেন সরল বিশ্বাসে কিছু কিনে বসবেন না কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায়, চোরাই স্মার্টফোন তড়িঘড়ি বেচে দেওয়ার ধান্দায় থাকেন বিক্রেতা তাই স্মার্টফোনের বক্সটি চেয়ে নিন যদি কোনও কারণে না-থাকে, '*#06#' ডায়াল করে ফোনের IMEI নাম্বার চেক করুন IMEIdetective.com এর মতো ওয়েবসাইটেরও সাহায্য নিতে পারেন

. নিজে হাতে হার্ডওয়্যার দেখে নিন

কিছুই না, ল্যাপটপ ইউএসবি কেবল থাকলে, নিজেই পরীক্ষা করে নিতে পারেন স্মার্টফোনটি ল্যাপটপে কানেক্ট করে দেখুন ঠিকঠাক চার্জ হচ্ছে কি না ডাটা ট্রান্সফার করা যাচ্ছে কি না, সেটিও দেখে নিন সিমকার্ড লাগিয়ে নেটওয়ার্ক ঠিক আছে কি না, সেটিও দেখে নিন

. টাকা দিন PayPal-এর মাধ্যমে

স্মার্টফোন কেনার টাকা দিন PayPal-এর মাধ্যমে eBay-এর মতো ওয়েবসাইটে এই সুবিধা পাবেন কোনও কারণে আপনার যদি মনে হয়, স্মার্টফোনটি ফেরত দেবেন, সেক্ষেত্রে টাকা ফেরত পাওয়া সহজ হবে

. পারলে ফেসবুক থেকে কিনুন

কেনাকাটার জন্য একটা আদর্শ জায়গা ফেসবুক বিক্রেতার প্রোফাইলটাও দেখে নিতে পারবেন যে গ্রুপে কেনাবেচার বিজ্ঞাপন দেখছেন, তাদের ক্রিয়াকলাপ সম্পর্কেও অবগত থাকতে পারবেন

. ওয়ারেন্টি দেখে নিন

স্মার্টফোন কেনার পরপরই অনেকেই তাঁদের হ্যান্ডসেট আপগ্রেড করে নেন অনেক সময় সেটা এক মাসের মধ্যেই দেখে নিন ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে রয়েছে কি না

সূত্র: কালের কণ্ঠ অনলাইন /এই সময়

মাইক্রোসফট ওয়ার্ডের সহজ কৌশল

মাইক্রোসফট ওয়ার্ডের সহজ কৌশল

মাইক্রোসফট ওয়ার্ডের মতো অফিস প্রোগ্রামগুলোতে অনেক ছোটখাটো কৌশল রয়েছে। এসব কৌশল প্রয়োগ করলে ওয়ার্ডে লেখার কাজটা করা যায় সহজে, আর সময়ও বাঁচে কিছুটা। এখানে জনপ্রিয় কিছু কৌশল দেওয়া হলো।

দ্রুত লাইন স্পেসিং পরিবর্তন

কোনো প্যারাগ্রাফ, পৃষ্ঠা বা পুরো ফাইলের লাইন স্পেসিং (দুই লাইনের মধ্যকার ফাঁকা জায়গা) পরিবর্তন করা যাবে কিবোর্ডের মাত্র দুটি বোতাম চেপে। নির্ধারিত প্যারাগ্রাফে মাউসের কার্সর রেখে Ctrl+1 চাপুন, একক (সিঙ্গেল) মাত্রায় স্পেস পাওয়া যাবে। Ctrl+2 চাপলে দ্বিগুণ (ডবল), Ctrl+5 চেপে দেড় (১.৫) লাইন স্পেস পাওয়া যাবে। এভাবে পুরো ডকুমেন্টে যদি একই মাপের লাইন স্পেস দিতে চান, তাহলে Ctrl+A চেপে সবকিছু নির্বাচন করে লাইন স্পেস ঠিক করে নিন। তবে এই 1, 2 বা 5 সংখ্যাগুলো কিবোর্ডের ওপরের দিকে থাকা সংখ্যা বোতাম চেপে করতে হবে, ডান পাশে থাকা নিউমেরিক বোতাম চাপলে হবে না।

দ্রুত আন্ডারলাইন টানা

যদি কোনো পৃষ্ঠায় বাঁ থেকে ডানের পুরোটা দৈর্ঘ্যজুড়ে কোনো লাইন টানতে হয়, তাহলে হাইফেন বা অ্যাস্টেরিস্ক বোতাম বারবার চেপে বা ধরে রাখার দরকার নেই। এর পরিবর্তে বাক্যটি লেখা শেষ হলে এন্টার চাপুন, তারপর হাইফেন বা ড্যাশ (-) বোতামটি তিনবার চেপে এন্টার করলে .৭৫ পয়েন্টের আন্ডারলাইন চলে আসবে। একইভাবে তিনবার আন্ডারস্কোর (_) চেপে এন্টার করলে ১.৫ মাত্রার আন্ডারলাইন হবে, তিনবার অ্যাস্টেরিকস (*) চেপে এন্টার করলে ডটেড আন্ডারলাইন, সমান চিহ্ন (=) তিনবার চেপে এন্টার করলে দ্বিগুণ আন্ডারলাইন হবে এবং টিলডি (~) তিনবার চেপে এন্টার করলে আঁকাবাঁকা ধরনের আন্ডারলাইন হবে।

পুনরায় তালিকা সাজানো

যদি কোনো লেখায় নম্বর বা বুলেট লিস্ট থাকে এবং যদি মনে হয় তালিকার দুইয়ে থাকা লেখাটি পাঁচ নম্বরে থাকবে বা চার নম্বরটি তালিকার দুই নম্বরে হবে, তাহলে অধিকাংশ ব্যবহারকারীই কেবল কাট পেস্ট করে তালিকাটি সাজিয়ে নেন। ছোট তালিকা হলে সমস্যা নেই, কিন্তু যদি বড় ধরনের তালিকা হয়, তাহলে ব্যাপারটি মাথাব্যথার কারণ হতে পারে। তালিকা থাকা যে লেখাটি সরাতে চান, সেটিতে কার্সর রেখে অল্টার ও শিফট বোতাম দুটি একসঙ্গে চেপে ধরুন। তারপর ওপর বা নিচের দিকে তির চিহ্নিত বোতামটি চেপে তালিকার প্রয়োজনীয় স্থানে নিয়ে যান। বুলেটেড লিস্টের তালিকা হলে বাঁয়ের সংখ্যাক্রম পরিবর্তন করার আর দরকার পড়বে না।
সূত্র :মঈন চৌধুরী, দৈনিক প্রথম আলো