বেকারত্ব দুর - সমৃদ্ধ আলোকিত জাতি গঠনে অনলাইন আয়ের বিকল্প নাই

আপনার একটি কম্পিউটার ও ইন্টারনেট লাইন থাকলে, আর যদি কম্পিউটারে ন্যূনতম জ্ঞান থাকলে সহজেই আপনি সহজেই গুগলে সার্চ দিয়ে নিজকে অভিজ্ঞ করে অনলাইন আয় করতে পারেন।

এ যুগে ফেসবুক, টুইটার সহ ইনন্টারনেটের ধারনা না থাকা লজ্জ্বার বিষয়

আপনার ই-মেইল একাউন্ট নেই, বা ফেসবুক- ইউটিউবসহ সাইটসমূহে আপনার অংশ গ্রহন নাই, গুগল সা ইঞ্জিন বা গুগল সম্পর্কে জানেন না, এটা কি লজ্জার ব্যপার নয়। এখন সকল তথ্যই ইন্টারনেটে ফ্রিতে পাওয়া যায়।

পিসি বা ল্যাপটপ এবং ইন্টারনেট লাইন থাকে তাহলে আজই আয় শুরু করুন

আপনি যদি ফেসবুক, ইমেইল একাউন্ট থাকে এবং মোটামুটি টাইপ করতে পারেন, বিশ্বের খ্যাতনামা অনলাইন Odesk, Elance, Freelancer সাইট ইত্যাদি সাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করে, ফ্রিতে ইন্টারনেটে নিজকে যে কোন ১ বিষয়ে দক্ষ করে আজই বৈদেশিক মুদ্রা আয় শুরু করুন।

কথায় আছে – সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না

প্রতিজ্ঞা করি শুধু ফেসবুক ও অন্যান্য অপ্রয়োজনীয় সাইটে সময় অপচয় না করে মূল্যবান সময়কে কাজে লা্গাই। শুধু এ জীবননয় অনন্ত কালের কবরের সামানা এখনই তৈরী করা শুরু করি।নামাজে পাবন্দি করি ও প্রতিটি চোখের পলকে জিকির ও ফিকিরে কাটাই।

IT Bd Soft (Anika Computer) একটি অভিজ্ঞ ও বিশ্বস্থ IT ট্রেনিং প্রতিষ্ঠান

আপনি আমাদের সংক্ষিপ্ত হ্যান্ড নোট /পিডিএফ ও ভিডিও টিউটোরিয়াল খুবই স্বল্প মুল্যে নিয়ে নিজে নিজে প্রাকটিক করে নিজকে দক্ষ ও যোগ্য করে তুলূন এবং তারপর আয় শুরু করতে পারবেন।

Wednesday, July 29, 2015

শর্টকাট ভাইরাস


শর্টকাট ভাইরাস


আমরা অনেকেই ইদানিং শর্টকাট ভাইরাসের জ্বালাতনে অতিষ্ঠ। অনেকেই চিন্তিত হয়ে পড়েন এটি রিমুভের বিষয়ে। এটা আসলে কোন ভাইরাস নয়, এটা একটি "VBS Script"।



শর্টকাট ভাইরাস স্থায়ীভাবে রিমুভের জন্য আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

যে কম্পিউটারটি আক্রান্ত হয় নি সে কম্পিউটারের জন্য - 


১. RUN এ যান।
২. wscript.exe লিখে ENTER চাপুন।
৩. Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY করুন।
এবার কারো পেনড্রাইভের শর্টকাট ভাইরাস আর আপনার কম্পিউটারে ডুকবে না।
আক্রান্ত কম্পিউটারের জন্য:
১. কী বোর্ডের CTRL+SHIFT+ESC চাপুন।
২. PROCESS ট্যাবে যান।
৩. এখানে wscript.exe ফাইলটি সিলেক্ট করুন।
৪. End Process এ ক্লিক করুন।
৫. এবার আপনার কম্পিউটারের C:/ ড্রাইভে যান।
৬. সার্চ বক্সে wscript লিখে সার্চ করুন।
৭. wscript নামের সব ফাইলগুলো SHIFT+DELETE দিন।
৮. যেই ফাইলগুলো ডিলিট হচ্ছে না ওইগুলো স্কিপ করে দিন।
৯. এখন RUN এ যান।
১০. wscript.exe লিখে ENTER চাপুন।
১১. Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY করুন।

ব্যাস হয়ে গেল আপনার কম্পিউটার শর্টকাট ভাইরাস মুক্ত। এবার অন্য কারো পেনড্রাইভের শর্টকাট ভাইরাস আর আপনার কম্পিউটারে ঢুকবে না।

আক্রান্ত পেনড্রাইভের জন্য:

১. আপনার পেনড্রাইভটি কম্পিউটারের সাথে সংযুক্ত করুন।
২. এবার cmd তে যান।
৩. আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটারটি লিখে ইন্টার দিন। (যেমন: I:)
৪. নিচের কোডটি নির্ভুলভাবে লিখুন।
৫. কোডঃ attrib -s -h /s /d *.*
৬. ইন্টার কী চাপুন।
৭. এবার দেখুন পেনড্রাইভে রাখা আপনার ফাইলগুলো পুনরায় দেখাচ্ছে কিনা?
৮. এবার আপনার গুরুত্বপূর্ণ ডাটাগুলো রেখে পেনড্রাইভ ফরম্যাট করে দিন।
হয়ে গেল আপনার পেনড্রাইভ শর্টকাট ভাইরাস মুক্ত।

- সংগ্রহিত

Tuesday, July 28, 2015

ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস ‘ফ্রীল্যান্সার’ টিউটোরিয়ালঃ পর্ব ১


ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস ‘ফ্রীল্যান্সার’ টিউটোরিয়ালঃ পর্ব ১


বর্তমান ই-কমার্স বিশ্বে আউটসোর্সিং এ সফলতার কথা বলে শেষ করা যাবে না। আমাদের দেশ-ও এর থেকে কোন অংশে পিছিয়ে নেই। এ পর্যন্ত যত গুলো ফ্রিলান্স সাইট আছে কোন না কোনটাতে বাংলাদেশীদের সফলতা আছেই, তা বলার অপেক্ষা রাখে না। তার মধ্যে ওডেস্ক, ফ্রিলান্সার, রেন্টএকোডার, স্ক্রিপ্টলান্স উল্লেখযোগ্য। বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় কয়েক হাজার কাজ রয়েছে এই সাইট গুলোতে। আমরা যারা কাজ করছি এই সাইগুলোতে এবং মোটামুটি সফল তারাতো সামনের দিনে আরো সফল হবো ইনশাআল্লাহ। কিন্তু আমাদের লক্ষ থাকা উচিত নতুনদেরকেও এগিয়ে নিয়ে যাওয়া।
সেই প্রয়াস নিয়েই আমার ফ্রিলান্সার নিয়ে লিখা শুরু করা। যতটুকু পারি পুরো ব্যাপারগুলো ধারাবাহিক বিস্তারিত জানাবো। তো চলুন ফ্রিলান্সার নিয়ে প্রথম পর্ব শুরু করা যাক…

ব্যবহারকারী নিবন্ধন প্রক্রিয়া

১. সরাসরি এই লিঙ্ক এর চলে যান। নিচের মত ব্যবহারকারী নিবন্ধন পেজ আসবে। এখানে আপনার ব্যহারকারী নাম(ইউজার নেম), ইমেইল ঠিকানা, পাসওয়ার্ড, আপনার নাম, ঠিকানা, আপনি কি হিসাবে ফ্রিলান্সারে কাজ করবেন(এখানেLooking for both hire and workটিক দিবেন অবশ্যই, পরের চেক বক্সগুলোচেক করা বাধ্যতামূলক নয়, তবে আপনার ইচ্ছা হলে করতে পারেন। একদম শেষ-এর চেক বক্সটি গুরুপ্তপূর্ণ। এটি আপনার গোল্ড মেম্বারশীপ এর জন্য। ফ্রিলান্সারে অভিজ্ঞতা অর্জন করে তারপর এই গোল্ড মেম্বারশীপ নেয়া উচিত। কারন গোল্ড মেম্বারশীপ এর ফি বাবদ ফ্রিলান্সার প্রতি মাসে আপনার একাউন্ট থেকে 24.95$ চার্জ কাটবে । যদিও গোল্ড মেম্বারশীপের অনেক সুবিধা আছে। কিন্তু আপনার আয় না হলে এই মেম্বারশীপ নিয়ে বরং উল্টো ক্ষতির মুখে পরবেন। 😉 এগুলো নিয়ে পরবর্তী যে কোন পোষ্ট এর আলাচনা কররো। এবার সকল তথ্য নির্ভূলভাবে স্থাপন করা হলে Join বাটন এ ক্লিক করুন।
1
৩. এবার আপনি যে মেইলটি দিয়ে নিবন্ধন করলেন, সেই মেইলে ভেরিফিকেশন কোড ও লিঙ্ক যাবে যেটি দিয়ে আপনি আপনার একাউন্ট-টি ভেরিফাই করবেন।
2
৪. আমি এখানে শুধু কোড ব্যবহার করে ভেরিফাই করেছি। কোডটি প্রবেশ করান এবং এন্টার করুন। আপনি ইচ্ছা করলে লিঙ্ক এর ক্লিক করেও ভেরিফাই করতে পারেন।
3
৫. ৩/৪ সেকেন্ডের মধ্যে পেজটি রিডাইরেক্ট করে আপনার নতুন একাউন্টের ড্যাশবোর্ডে চলে আসবে, ঠিক নিচের মত।
4
৬. সেই সাথে আপনার ইমেইলে-ও একটি একাউন্ট কনর্ফাম মেইল যাবে।
5
এই হল ফ্রিলান্সারে আপনার একাউন্ট নিবন্ধন এর সহজ পদ্ধতি। সমস্যা হলে অবশ্যই জানাবেন। :)

প্রোফাইল সাজানোর প্রক্রিয়া

একাউন্ট তৈরী শেষ। কিন্তু এখানেই কাজ শেষ নয়। আপনার কাজ পাবার অনেক অংশে নির্ভর আপনার প্রোফাইলের উপরে। মনে রাখতে হবে, অধিকাংশ বায়ার যারা নিয়মিত সাইটে কাজ পোস্ট করে তারা কাজ দেওয়ার পূর্বে ফ্রিল্যান্সারদের প্রোফাইলকে পর্যবেক্ষণ করে। তো এবার আসুন কিভাবে আপনার প্রোফাইলকে আকর্ষনীয় করে তুলবেন তা দেখে নিই।
১. My Profile > My Qualifications এ ক্লিক করুন।
6
২. এখানে Websites, IT & Software, Mobile Phones & Computing, Writing & Content, Design, Media & Architecture, Data Entry & Admin, Engineering & Science, Product Sourcing & Manufacturing, Sales & Marketing, Other এই কয়টি বিভাগে অসংখ্য কাজের ধরন আছে। এখানে থেকে আপনাকে নির্বাচন করতে হবে আপনি কোন কাজের জন্য উপযুক্ত সেটিকে নির্বাচন করেন। উল্লেখ্য সাধারন সদস্য হিসাবে আপনি ২৫টার বেশি কাজের ধরন নির্বাচন করতে পারবেন না। কিন্তু গোল্ড মেম্বাররা ৫০টার বেশি নির্বাচন করতে পারেন। মাসে ১০ বার কাজের ধরন পরিবর্তন করতে পারবেন।
7
২. Other Skills: এখানে আপনাকে কিছু দক্ষতা উল্লেখ করতে হবে যে কাজ গুলো একজন প্রোভাইডার হিসাবে আপনি করতে পারেন। তবে হ্যা যা জানেন শুধু তা-ই উল্লেখ করবেন। উদাহরন স্বরূপ: Forum Posting, Facebook, Myspace, Twitter, Data Entry, Data Processing, Graphics Design (Photoshop & Illustrator), Website Design, HTML, CSS, Web Research, Blogging & SEO, Website Promotion, Article Submission, Internet Marketing, Bulk Marketing, Google AdSense, Marketing.
৩. Vision: আপনার কি তা এখানে উল্লেখ করুন। হিসাবে আমি দিয়েছি “try to change lie yourself” 😉
৪. Keywords: এখানেও আপনার কি তা এখানে উল্লেখ করুন। হিসাবে আমি দিয়েছি “RangpurSource” 😉
৫. Your Average Hourly rate: প্রথম অবস্খায় 3/5$ দিতে পারেন। পরবর্তীতে আরো বেশি করে দিতে পারবেন।
৬. You’re Profile: এখানে আপনি বা আপনার কোম্পানী সম্পর্কে লিখুন।
৭. তারপর SAVE ক্লিক করুন।
8
৮. এবার আপনার প্রোফাইলটি দেখতে কেমন হল তা দেখতে হলে My Profile > View External Profile এ ক্লিক করুন। কিছুক্ষনের মধ্যেই আপনার প্রোফাইল দেখতে পারবেন।
9
৯. এবার দেখুন আপনার প্রোফাইল কেমন হল :)
১০. যেহেতু আপনি এখনো কোন প্রোজেক্ট এ বিড করেন নাই বা কোন প্রোজেক্ট বায়ার হিসাবে ওপেন করেন নাই। এই কারনে প্রথম দিকে আপনার প্রোফাইল ফাকা দেখাবে।
10
১১. এবার ড্যাশবোর্ডে চলুন। দেখে নিন আপনার প্রোফাইলটি কত পারসেন্ট সম্পূর্ণ হয়েছে তা প্রদর্শন করবে।
11
তো শুরু করে দিনে আপনার ফ্রিলান্সার ক্যারিয়ার। :) পরবর্তী পোষ্টে আসছে কিভাবে বিড করবেন। তো প্রস্তুত থাকুন আর চোখ রাখুন বিপি-র পোস্টিং প্যানেলে। 😀
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। :)
সূত্র (সংগৃহীত) : আরিফুল ইসলাম শাওন,  বিজ্ঞান ও প্রযু্ক্তিব্লগ.কম থেকে ।

ফ্রীল্যান্সারদের প্রয়োজন মেটাতে ওয়েবসাইটমমূহ

ফ্রীল্যান্সারদের প্রয়োজন মেটাতে ওয়েবসাইটমমূহ
সফলভাবে ফ্রীল্যান্সিং করার জন্য ফ্রীল্যান্সারদের প্রয়োজনীয় সামগ্রী এবং সঠিক গাইডলাইনের প্রয়োজন হয় । এছাড়াও ফ্রীল্যান্সাররা অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় । আর এ সকল সমস্যার সমাধান এবং ফ্রীল্যান্সারদের সকল ধরনের প্রয়োজন মেটানোর উপযোগী ৮টি ওয়েবসাইটের সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দিব ।

1. FREELANCE FOLDER

ফ্রীল্যান্সার এবং উদ্যোক্তাদের সহায়তা করার জন্যFREELANCE Folder দারুন ভূমিকা রেখে চলেছে । আপনি ব্লগার, ফীল্যান্সার, লেখক, পাঠক, ক্ষুদ্র ব্যবসায়ী … যাই হোন না কেন Freelance Folder দারুনভাবে আপনার কাজে লাগতে পারে ।

2. ALL ABOUT FREELANCE

নাম থেকেই বোঝা যাচ্ছে এখানে কি আছে । All AboutFREELANCE এ ফ্রীল্যান্স সম্পর্কিত সব ধরনের ধরনের তথ্য রয়েছে । নতুন ও পুরাতন সকল ধরনের ফ্রীল্যান্সারদের জন্য দারুন সব তথ্যে ভরপুর এই সাইট

3. FREELANCE SWITCH

বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্রীল্যান্সারদের কম্যুনিটি হলFREELANCE Switch । দক্ষ – অদক্ষ সব ধরনের ফ্রীল্যান্সারদের জন্য প্রয়োজনীয় সহযোগীতা দেয়া হয় এখানে । ফ্রীল্যান্স সম্পর্কিত আপনার সমস্যার সমাধানে এটি ভাল ভূমিকা রাখতে পারে ।

4. GUERRILLA FREELANCING

ভাল ফ্রীল্যান্সার হওয়ার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ? সফলতার জন্য এখান থেকে যথেস্ট সাহায্য পেতে পারেন ।

5. WAKE UP LATER

ওয়েব সাইট তৈরি, ব্লগিং, ফ্রীল্যান্সিং ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে এই সাইটটি । প্রোগ্রামিং, এস.ই.ও এবং ইন্টারনেট মার্কেটিং সম্পর্কিত বিষয়ও এখানে স্থান পেয়েছে ।

6. ALL FREELANCE DIRECTORY

ফ্রীল্যান্সার এবং ইন্টারনেট ব্যবসায়ীদের জন্য নানা রকম টিপস এবং তথ্য রয়েছে এখানে ।

7. FREELANCE VENUE

ফ্রীল্যান্সারদের জন্য নেটওয়ার্ক প্ল্রেস হলFREELANCE Venue । এখানে ফোরাম এ অংশগ্রহন করে ফ্রীল্যান্সারদের সাথে যোগাযোগ গড়ে তোলা যাবে ।

8. PRO FREELANCING

পেশাদার ফ্রীল্যান্সার হওয়ার কাজে সহায়তা পেতে পারেন এখান থেকে । শেখার মত দারুন কিছু রিসোর্স রয়েছে এখানে ।

সূত্র (সংগৃহীত) : বিজ্ঞান ও প্রযুক্তি ব্লগ.কম থেকে

পাওয়ার পয়েন্টের টিউটোরিয়াল

পাওয়ার পয়েন্টের  টিউটোরিয়াল 

(MS Power Point Tutorial)


Microsoft PowerPoint হচ্ছে একটি প্রেজেন্টেশন প্রোগ্রম নিজস্ব কম্পিউটার ছাড়াও এটি দ্বারা হল ভর্তি দশর্কের সামনে প্রজেক্টর দ্বারা অডিও, ভিডিও, ইমেজ ইত্যাদিসহ স্লাইড তৈরী করে প্রর্দশন করা যায় এটি দ্বারা সাদা কালো বা কালার ট্রান্সপারেন্সি পেপার তৈরী করে প্রজেক্টর দ্বারা প্রর্দশন করা যায়

1. Microsoft Office থেকে Microsoft PowerPoint সিলেক্ট করে Ok করে PowerPoint খুলি
2. PowerPoint খুলার পর বামদিকে Click to add title & Click t0 add subtitle অপশন থাকবে। ডানদিকে বিভিন্ন অপশনসহ Task pane থাকবে।
3. ডানদিকে Task Pane থেকে Blank presentation অপশনে ক্লিক করি।
4. স্ক্রলবারের নিচের তীরে ক্লিক করে Other Layouts অপশন থেকে প্রথম আইকনে ডাবল ক্লিক করি
5. আমাদের সামনে PowerPoint উইন্ডো খুলে যাবে।
6. PowerPoint আবার শুরু করার জন্য Click to add title লেখা থাকবে প্রথমে স্লাইডটির জন্য টাইটেল লিখতে হবে। বামদিকে Click to add Text লেখা থাকবে। এখানে ক্লিক করে বিভিন্ন সাবজেক্টের নাম লিখতে হবে। ডানদিকে লেখা Double click to add clip art থাকবে। এখান থেকে ছবি আনতে হবে।
7. Click to add title লেখার উপর ক্লিক করি। লেখাটি চলে যাবে এবং টেক্সট টাইপের জন্য কার্সর পাওয়া যাবে।
8. এখন টাইপ করি www.postboxbd.com
9. নিচের বক্সে প্রথমে ক্লিক করে লিখি Microsoft Word press Enter.
10. আবার দ্বিতীয় লাইনে লিখি Microsoft Excel এভাবে এক এক করে লিখি Microsoft Access, Microsoft PowerPoint.
11. আপাতত টেক্সট লেখার কাজ শেষ করি এবং যদি ছবি সংযোজন করতে চাই তবে স্লাইডটিতে ছবি সংযোজন করতে পারি।
12. ছবি আনতে চাইলে Double click to add clip art লেখার উপর ডাবল ক্লিক করি। Task pane থেকে Search বাটনে ক্লিক করি। সাথে সাথে বিভিন্ন ছবি সম্বলিত Clipart Gallery আসবে।
13. যে কোন একটি ছবিতে ডাবল ক্লিক করি। তাখলে ছবিসহ একটি স্লাইডটি তৈরী হয়ে গেল।
14. এখন স্লাইডটিকে সেভ করতে হবে আমরা Word, Excel এর মত একই নিয়মে ফাইল সেভ করতে হবে। ফাইলটি www.postboxbd.com নামে সেভ করি। ্‌মাদেও প্রেজেন্টেশনে একটি স্লাইড তৈরী করলাম


প্রেজেন্টশনে আরও একটি ফাইল যোগঃ

1. ফাইল করার জন্য মেনু থেকে Insert গিয়ে New Slide কমান্ড দিই।
2. Task Pane এর নিচের দিকে অবস্থিত তীরে ক্লিক করতে থাকি এবং Other Layouts অপশন থেকে প্রথম লাইনের দ্বিতীয় আইকনে ক্লিক করি।
3. আমাদের সামনে আরও একটি PowerPoint উইন্ডো খুলে যাবে।আবার আমরা টাইটেল , সাবজেক্টের নাম, ছবি ইত্যাদিসহ একটি স্লাইড তৈরী করবো। এটি হবে এই প্রেজেন্টেশনের দ্বিতীয় স্লাইড।
4. এখানে আমরা টাইটেলের নাম বা সাবজেক্টের নাম পরিবর্তন করে আগের নিয়মে স্লাইডটি তৈরী করি এবং www.postboxbd.com নামে ফাইলটি সেভ করি। এভাবে আমরা একাদিক স্লাইড তৈরী করতে পারি
স্লাইড প্রর্দশন করাঃ
মেনু থেকে View তে গিয়ে Slide Show কমান্ড দেই। স্র্কীনের নিচে বাম দিকে অবস্থিত Slide Show বাটনে ক্লিক করি। প্রথম স্লাইডটি শুরু হবে এবং স্ক্রীনজুড়ে দেখা যাবে। আবারও মাউস ক্লিক করি। দ্বিতীয় স্লাইডটি দেখা যাবে।
এভাবে ক্লিক করতে থাকি শেষে আবার PowerPoint স্ক্রীনে ফিরে আসব্ে।


Animation সংযোগঃ

1. আমরা যে দুইটি স্লাইড তৈরী করেছি, সে দুইটি স্লাইডসহ প্রেজেন্টেশন তৈরী করে এবং View করে স্লাইড শোটি দেখলাম। এই স্লাইডে অবস্থিত কোন অবজেক্টে কোন Animation দেওয়া হয় নাই। আমরা এখন এনিমেশন এবং সাউন্ড যোগ করে স্লাইডটি প্রর্দশন করব। আর একটি উল্লেখযোগ্য বিষয় হলো এক স্লাইড থেকে অন্য স্লাইডে যাবার জন্য স্ক্রীনের ডান দিকে অবস্থিত র্ভাটিকেল স্ক্রলবার ড্রগ করতে হবে এবং কী র্বোড থেকে Page Up/Down কীতে ক্লিক করতে হবে। এছাড়া View মেনু থেকে Slide Sorter কমান্ডের মাধ্যমে যে কোন স্লাইডে যাওয়া যাবে।
2. View মেনু থেকে Slide Sorter কমান্ড দেই। সমস্থ সলাইডগুলো ছোট আকারে পাশ াপাশি অবস্থান করবে।
3. প্রথম স্লাইডটির উপরে ডাবলইক্লক করি। প্রথম স্লাইডটি এডিটিং মোডে অবস্থান করবে। এখান থেকে যে কোন অবজেক্ট সিলেক্ট করে বিভিন্ন ধরণের কমা দেওয়া যাবে।
4. মেনু থেকে Slide Show > Custom Animation কমান্ড দেই। TaskPane Custom Animition অপশন আসবে এবয় Add Effect অপশন সিলেক্ট থাকবে।
5. Add Effect বাটনের উপর করে সিলেক্ট করি। একটি মেনু আসবে। এখান থেকে Entrance বাটনের উপর ক্লিক করে সিলেক্ট করি। বিভিন্ন ধরণের Effect আসবে।
6. Fly In বাটনে ক্লিক করে সিলেক্ট করি। নিচের দিকে 1 লেখা এবং মাউসের চিহ্ন সম্বলিত অপশন আসবে।
7. নতুন আসা অপশনের ড্রপ ডাউন (নিম্নমুখী তীর-) ক্লিক করে সিলেক্ট করি। মেনু আসলে Effect Options সিলেক্ট করি। নতুন একটি ডায়ালগ বক্স আসবে। Task Pane এর নিচ থেকে Play বাটনে ক্লিক করি।
8. স্লাইডের অবজেক্টে প্রদত্ত এনিমেশন দেখা যাবে।
9. আবার দ্বিতীয় টেক্সট বক্সে ক্লিক কেও সিলেক্ট করি।আবারৗ Add Effect বাটনে ক্লিক করি। সাব মেনু আসলে Entrance সিলেক্ট করি এবং Fly In ইফেক্ট সিলেক্ট করি।
10. Task Pane এর Direction অপশনের নি চের ড্রপ ডাউনে ক্লিক করি এব মেনু থেকে From Top সিরেক্ট করি।
11. আবারও Clipart এর ছবিটি সিলেক্ট করি এবং Task Pane এর Add Effect বাটনে ক্লিক করে সাব মেনু আসলে Entrance সিলেক্ট করি এবং Fly In Effect সিলেক্ট করি। Direction অপশন থেকে From Bottom-Left সিলেক্ট করি।
12. আগের মত আবারও মেনু থেকে View>Slide Show কমান্ড দেই এবং ক্লিক করতে থাকি। এনিমেশন সাউন্ডসহ আপনার স্লাইডটি প্রর্দশিত হবে। শেষে কী বোর্ড থেকে Ecs কী প্রেস কেও PowerPoint স্ক্রীনে ফিরে আসি।
13. আবার কী বোর্ড থেকে Page Up বাটন প্রেস করে বা মেনু থেকে View>Slide Sorter কমান্ড দিয়ে দ্বিতীয় স্লাইডে ডাবল ক্লিক করি।
14. একই প্রক্রিয়ায় দ্বিতীয় স্লাইডের বিভিন্ন অবজেক্ট ক্লিক করে সিলেক্ট করি। Task Pane এর Add Effect বাটন ব্যবহার করে বিভিন্ন ধরণের Animation এবং Speed অপশনের নিচে নতুন অপশনের ড্রপ ডাউনে ক্লিক করে Effect Option সিলেক্ট করি।

Transition সংযোগঃ

1. মেনু থেকে View>Slide Sorter কমান্ড দিয়ে প্রথম স্লাইডটিতে ডাবল ক্লিক করি।ঃঅথবা কী বোর্ড থেকে Page Up/page Down কী প্রেস করি।
2. প্রথম স্লাইডটি সিলেক্ট থাকা অবস্থায় মেন থেকে Slide show>Slide Transition কমান্ড দেই। Task Pane Slide Transition অপশন আসবে। Apply to selected sliders অপশনের নিচের লিষ্ট থেকে Blinds Horizontal সিলেক্ট করি।
3. Speed অপশনের ড্রপ ডাউনে ক্লিক করে লিষ্ট থেকে Show সিলেক্ট করি।
4. Advance Slide অপশনের নিচে On Mouse Click অপশন অন আছে নিশ্চিত হয়ে নেই। নিচের দিকের Apply to All Sliders বাটনে ক্লিক করে সিলেক্ট করি।
5. শেষে আবার মেনু থেকে View>Slide Show অপশন সিলেক্ট করি অথবা স্ক্রীনের বাম দিকে অবস্থিত Slide Show বাটনে ক্লিক করি। স্লাইড ট্রানজিশন এবং এনিমেশনসহ স্লাইডগুলো প্রর্দশিত হবে।
6. ফাইলটি সেভ কারি। কারণ পরর্বতিতে ফাইলটি নিয়ে আমরা কাজ করব।

View বাটন মেনুঃ

PowerPoint স্লাইডগুলোকে বিভিন্নভাবে প্রদশ করা যায় ইতিমধ্যে আমরা Slide Sorter এবং Slide Show এর ব্যবহার দেখেছি। View মেনু থেকে অথবা স্ক্রীনের নিচে বাম দিকে অবস্থিত View বাটন থেকে View পরির্বতন করা যায়।
এখন View সমন্ধে জানার জন্য আমাদের তৈরী করা www.postboxbd.com ফাইলটি খুলি
এখন View মেনু থেকে কমান্ড দেই। যেমন View>Normal অথবা বাটনে ক্লিক কে Slide/Normal View কমান্ড দেই। স্লাইডসহ প্রেজেন্টেশন খোলা থাকা অবস্থায় মেনু থেকে View>Normal বা Slide view কমান্ড দেই অথবা স্ক্রীনের বামদিকের প্রথম বাটন বা Normal View বা Slide view বাটনে ক্লিক করি।
Normal বা Slide View তে প্রদর্শিত হবে

Outline View:

স্ক্রীনের উপেও বাম দিক থেকে প্রথম ট্যাব অর্থাৎ Outline ট্যাবে ক্লিক করি।
Outline View তে স্লাইড প্রদর্শিত হবে। এতে ইমিেজ বা ছবি থাকবে না। শুধু মাত্র Text গুলি লাইন আকারে প্রদর্শিত হবে এবং স্লাইড এর bv¤^vi যেমনঃ১,, ইত্যাদি আকারে প্রদর্শিত হবে।স্ক্রীনের ডান দিকে সিলেক্ট করা স্লাইডটি বড় আকারে প্রদর্শিত হবে।
স্লাইড নাম্বারে ক্লিক করে সিলেক্ট করলে সিলেক্ট করা স্লাইডটি ডান দিকে বড় আকারে দেখাবে

 সূত্র (সংগৃহীত) : পোষ্টব্লগ বিডি সাইট থেকে