বেকারত্ব দুর - সমৃদ্ধ আলোকিত জাতি গঠনে অনলাইন আয়ের বিকল্প নাই

আপনার একটি কম্পিউটার ও ইন্টারনেট লাইন থাকলে, আর যদি কম্পিউটারে ন্যূনতম জ্ঞান থাকলে সহজেই আপনি সহজেই গুগলে সার্চ দিয়ে নিজকে অভিজ্ঞ করে অনলাইন আয় করতে পারেন।

এ যুগে ফেসবুক, টুইটার সহ ইনন্টারনেটের ধারনা না থাকা লজ্জ্বার বিষয়

আপনার ই-মেইল একাউন্ট নেই, বা ফেসবুক- ইউটিউবসহ সাইটসমূহে আপনার অংশ গ্রহন নাই, গুগল সা ইঞ্জিন বা গুগল সম্পর্কে জানেন না, এটা কি লজ্জার ব্যপার নয়। এখন সকল তথ্যই ইন্টারনেটে ফ্রিতে পাওয়া যায়।

পিসি বা ল্যাপটপ এবং ইন্টারনেট লাইন থাকে তাহলে আজই আয় শুরু করুন

আপনি যদি ফেসবুক, ইমেইল একাউন্ট থাকে এবং মোটামুটি টাইপ করতে পারেন, বিশ্বের খ্যাতনামা অনলাইন Odesk, Elance, Freelancer সাইট ইত্যাদি সাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করে, ফ্রিতে ইন্টারনেটে নিজকে যে কোন ১ বিষয়ে দক্ষ করে আজই বৈদেশিক মুদ্রা আয় শুরু করুন।

কথায় আছে – সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না

প্রতিজ্ঞা করি শুধু ফেসবুক ও অন্যান্য অপ্রয়োজনীয় সাইটে সময় অপচয় না করে মূল্যবান সময়কে কাজে লা্গাই। শুধু এ জীবননয় অনন্ত কালের কবরের সামানা এখনই তৈরী করা শুরু করি।নামাজে পাবন্দি করি ও প্রতিটি চোখের পলকে জিকির ও ফিকিরে কাটাই।

IT Bd Soft (Anika Computer) একটি অভিজ্ঞ ও বিশ্বস্থ IT ট্রেনিং প্রতিষ্ঠান

আপনি আমাদের সংক্ষিপ্ত হ্যান্ড নোট /পিডিএফ ও ভিডিও টিউটোরিয়াল খুবই স্বল্প মুল্যে নিয়ে নিজে নিজে প্রাকটিক করে নিজকে দক্ষ ও যোগ্য করে তুলূন এবং তারপর আয় শুরু করতে পারবেন।

Wednesday, November 4, 2015

ডাটা এন্ট্রি কাজের সেরা ৬ ওয়েবসাইট

ডাটা এন্ট্রি কাজের সেরা ওয়েবসাইট


আউটসোর্সিংয়ের মাধ্যমে আমাদের দেশের তরুণ সমাজ একটা বিপ্লব সৃষ্টি করতে যাচ্ছে। এখন অনেকেই আউটসোর্সিংকে পেশা হিসেবে বেছে নিচ্ছে। 








ইন্টারনেটের দুনিয়ায় বিশাল কর্মক্ষেত্রে চাইলে আপনিও আপনার ক্যারিয়ার গড়তে পারেন। 

তবে ক্ষেত্রে তিনটি বিষয় আপনার মধ্যে থাকা জরুরি। 

Friday, October 30, 2015

ফেসবুকের নতুন ফিচার

ফেসবুকের নতুন  ফিচার

সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম ফেসবুক দিন দিন যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার তবে এসব ফিচার সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি না নিচে তেমনই কয়েকটি ফিচার নিয়ে আলোচনা করা হলো :

. লাইভ ভিডিও স্ট্রিমিং

ফেসবুব সম্প্রতি লাইভ ভিডিও স্ট্রিমিং সেবা এনেছে এর মাধ্যমে তারকারা সরাসরি তাদের ভক্তদের কাছে লাইভ ভিডিও প্রদর্শনের সুযোগ সৃষ্টি হয়েছে সেবাটির জন্য ফেসবুকের মেনশনস অ্যাপ ব্যবহার করতে হবে

ভ্যারিফাইড ব্যবহারকারীদের জন্য অ্যাপ : ফেসবুকের ভ্যারিফাইড ব্যবহারকারীদের জন্য প্রতিষ্ঠানটি একটি অ্যাপ উন্মুক্ত করেছে মেনশনস অ্যাপ নামে অ্যাপটি বেশ কিছু বাড়তি সুবিধা দেবে

Wednesday, October 14, 2015

চোখ সুস্থ রাখার তিন ব্যায়াম


চোখ সুস্থ রাখার তিন ব্যায়াম


মানুষের শরীরের স্পর্শকাতর অঙ্গগুলোর একটি চোখ এই অঙ্গে এক কণা ধূলা অনেক অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে অথচ এই চোখের প্রতি আমরা কতটুকুই বা নজর দিই? শরীরের যত্ন নিতে ব্যায়াম করেন অনেকেই কিন্তু চোখের ব্যায়াম করেন খুব কম সংখ্যক মানুষই আজকের দিনে অধিকাংস মানুষেরই কাজ কম্পিউটার বা ল্যাপটপে৷ তাতে চোখের ক্ষতি হয় সেকথা কারও অজানা নয় কিন্তু তাতেও চোখের প্রতি নজর দেন খুব কম মানুষ কিন্তু চোখকে ঠিক রাখার জন্য প্রতিদিন কয়েকটি ব্যায়ামই যথেষ্ট আর এর জন্য আপনার অতিরিক্ত সময় বের করারও দরকার নেই কর্মক্ষেত্রে বসেই আপনি করতে পারেন এই সহজ অথচ উপকারী এই ব্যায়ামগুলো চলুন এবার দেখে নেওয়া যাক চোখের উপকারী তিনটি ব্যায়াম


ব্যায়াম-: কাজের ফাঁকে খানিকটা সময় চোখ বন্ধ করে রাখুন হাতে হাত ঘষে হাতের তালু কিছুটা গরম করে বন্ধ চোখের ওপর রাখুন হাতের তালু এমনভাবে রাখুন যাতে ভেতরে কোনো আলো না যেতে পারে দুই মিনিট এভাবে চোখ বন্ধ করে রাখুন দিনে বেশ কয়েকবার এরকম করলে আপনার চোখের বিশ্রাম হবে

ব্যায়াম-: যাঁরা কম্পিউটার মোবাইল ফোন বেশি মাত্রায় ব্যবহার করেন তাদের চোখ শুকিয়ে যাওয়ার সমস্যায় ভুগতে দেখা যায় তাদের জন্য ব্যায়াম হচ্ছে একটানা তাকিয়ে না থেকে ঘন ঘন চোখের পাতা ফেলা কম্পিউটার মোবাইল ফোন ব্যবহারের সময় সাধারণের তুলনায় ঘন ঘন চোখের পাতা ফেলুন এতে চোখ শুকিয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে

ব্যায়াম-: প্রতিদিন রাতে ঘুমানোর সময় বিছানায় শুয়ে চোখ বন্ধ করুন এরপর চোখের পাতা আঙুলের ডগা দিয়ে হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন ভ্রুর নিচের দিক চোখের নিচের দিক এভাবে দুই মিনিট ম্যাসাজ করে নিন এতে ঘুমও ভালো হবে আপনার চোখের অতিরিক্ত ক্লান্তিও দূর হবে প্রশান্তি আসবে

বিডি-প্রতিদিন/১০ অক্টোবর, ২০১৫/মাহবুব


- See more at: http://www.bd-pratidin.com/life.../2015/10/11/111367#sthash.XSijL2vz.dpuf

Monday, September 28, 2015

ফেসবুকে হ্যাক হওয়া আইডি ফেরত পাবার উপায়

ফেসবুকে হ্যাক হওয়া আইডি ফেরত পাবার উপায়

ভাবুন  একবার আপনার আপনার প্রিয় ফেসবুক েএকাউন্ট হ্যাক হয়েছে। কি বিছ্রি  জিনিষ ! চিন্তা করা যায়। বন্ধু আত্মীয় স্বজনের কাছে কতটা নীচু হতে হবে। রোগাক্রান্ত হওয়ার আগেই প্রতিরোধই উত্তম নয় কি ?  

আসুন নীচের এই লিঙ্ক  বা টুল থেকে  আপনার পাসওয়ার্ড কতটা সুরক্ষা দিবে তার ইঙ্গিত নিন বা পাবেন, 


পাসওয়ার্ড দেয়ায় সতর্কতা  ঃ

পাসওয়ার্ড  কোন ক্রমেই যেন কমন বা পরিচিত না হয়। যেমন : মোবাইল নং  বা  নাম নিজের বা স্ত্রী/স্বামী বা ছেলেমেয়ের নাম     বা   জম্মতারিখ , শহরের নাম অর্থাৎ কমন যেন না হয়।

এছাড়াও অবশ্যই ফেসবুকের ইউজার নেমেই ও পাসওয়ার্ড অবশ্য অন্য কোথায় লিখে রাখবেন।  পাশাপাশি ফেসবুকে ফোন নাম্বার এড করে রাখবেন। 

 পাসওয়ার্ড কঠিন হওয়া আবশ্যক ঃ

 ছোট ও বড় হাতের অক্ষর এর সাথে নিউমেরিক যোগ করলে ভাল হয়। পাসওয়ার্ডের ব্যাপারে এই লিঙ্ক তেকে আটিকেলটি পড়লে ভাল হয়। এছাড়া পাবলিক/ সাইবার কাফে বা অন্যকোন অবিশ্বস্থ জায়গায় ফেস বুক েএকাউন্ট খুললে অবশ্যই হিস্টি ডিলিট করে দিবেন, কোন ক্রমেই 
একটু অসাবধান থাকলেই আপনিও হারাতে পারেন আপনার ফেসবুক আইডি শীর্ষ এই সামাজিক মাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে মাঝে মধ্যেই বিব্রত হতে হয় দেখা যায় নিজের অ্যাকাউন্টের দখল নিজের থাকে না অ্যাকাউন্ট হ্যাকিং-এর শিকার হলে এমনটি ঘটে আমরা সবাই তা জানি এই রকম ভুক্তভোগী অনেকেই আছেন তবে হ্যাক হলেও চিন্তার কিছু নেই ফিরে পাওয়া যাবে সেটি তবে ফেসবুকের শর্ত অনুযায়ী

ফেসবুকে  হ্যাক হওয়া আইডি ফেরত পাবার উপায় ঃ

হ্যাক হওয়ার পর আপনার সাধের ফেসবুক আইডিটি ফিরে পেতে হলে কাজ করতে হবে কয়েকটি ধাপে প্রথমে আপনার ব্রাউজারের এড্রেস বার এ গিয়ে  http:// www.facebook.com/ hacked      এই লিংক প্রবেশ করুন 


তারপর এ -  'my account is compromised' ক্লিক করুন



তারপর ফোন নাম্বার, -মেইল কিংবা ইউজার নাম দিয়ে আপনার সাধের ফেসবুক অ্যাকাউন্টটি শনাক্ত করতে হবে সতর্কতার সঙ্গে

-মেইল কিংবা ইউজার নেইম দিয়ে অ্যাকাউন্ট সার্চ করলে security check অপশনে নির্দিষ্ট ক্যাপচা এন্ট্রি করতে হবে এরপর অ্যাকাউন্ট নির্বাচন করে পুরনো পাসওয়ার্ড দিতে হবে এরপর নিরাপত্তাজনিত কিছু প্রশ্ন জানতে চাওয়া হবে কয়েকক ধাপে সেগুলো সঠিক উত্তর দিলে আপনার হ্যাক হওয়া সাধের ফেসবুক আইডি ফিরে পাবেন তবে শর্ত একটাই, সব তথ্য সঠিকভাবে দিতে হবে

Wednesday, August 5, 2015

ফেসবুক টাইমলাইনে পর্নো এলে প্রতিকার

ফেসবুক টাইমলাইনে পর্নো এলে  প্রতিকার 


আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম অনুষঙ্গ প্রযুক্তি আর এই প্রযুক্তির নেশায় আমরা ঘণ্টার পর ঘণ্টা ফেসবুকে থাকি এবং বন্ধুদের সঙ্গে চ্যাট/তথ্য আদান-প্রদান করি আমাদের ফেসবুকে থাকে হাজার হাজার বন্ধু আমরা যা স্টাট্যাস দেই তা আমাদের সকল বন্ধু দেখেন কিন্তু আপনি নিজে কোনো স্টাট্যাসে পর্নো ভিডিও শেয়ার করছেন না, অথচ আপনার একাউন্ট থেকে অটোমেটিক পর্নো ভিডিও শেয়ার হচ্ছে এতে নিশ্চয়ই আপনার মান সম্মানে আঘাত লাগছে

এটা এক ধরনের ম্যালওয়ার যা প্রন-ট্রোজান নামে পরিচিত কারও দেয়া লিংক খারাপ ফেসবুক অ্যাপস ক্লিকে আক্রান্ত হতে পারে আপনার আইডিটি আক্রান্ত আইডি থেকে সঙ্গে সঙ্গে অটোমেটিক ২০ এর অধিক পর্নো বন্ধুদের টাইমলাইনে ট্যাগ হতে থাকে এবং সমস্ত পিসিতে ম্যালোওয়ার ছড়িয়ে পড়ে
টাইমলাইনে পর্নো এলে যা করবেন
. তাড়াতাড়ি আপনার একাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন
. যে সব পর্নো ভিডিও আপনার টাইমলাইনে ইতোমধ্যে শেয়ার হয়েছে সেইগুলি ডিলিট রির্পোট করুন
. ভাল এন্টিভাইরাস দিয়ে আপনার পিসিটি স্ক্যান করুন কিছু কিছু ভাইরাস স্ক্যান করতে ব্যর্থ হয় এবং তা F-Secure scan, Trend Micro scan, ESET scan, Microsoft security software এর যে কোন একটি দিয়ে অনলাইনে সরাসরি স্ক্যান করুন যদি আপনার ব্রাউজার গুগলক্রোম হয় তবে browser-specific scan স্ক্যান করুন
. আপনার ব্রাউজারের ভার্সন আপডেট করুন
. আপনার একাউন্টের সিকিউরিটি স্ট্রং করে ট্যাগ রিভিউ- রাখুন কেউ যেন কোন কিছু ট্যাগ করলে আপনার রিভিউ ছাড়া যেন টাইমলাইনে প্রদর্শন না হয় সেজন্য Setting>> Timeline and Tagging Settings>>> Who can add things to my timeline?>>> Review posts that friends tag you in before they appear on your Timeline?>>>Enable করুন
. Suspicious ব্রাউজারের আড-অন রিমুভ করুন

. এর পরেও আবারও পর্ণে শেয়ার হলে ,- ঘন্টার জন্য আপনার একাউন্ট ডি-অ্যাক্টিভ করুন
. আপনার একাউন্টে পর্নো শেয়ারের পরিণতির জন্য (দুঃখিত) একটি স্ট্যাটাস দিন যদি আপনার অ্যাকাউন্ট থেকে কোনও খারাপ পোস্ট চোখে পড়ে বা কোনও লিঙ্ক চোখে পড়ে তা যেন ক্লিক না করেন
টাইমলাইনে যেন পর্নো না আসে তার জন্য করণীয়:
. কারও দেয়া লিংকে ক্লিক করবেন না
. ফেসবুকে ছড়ানো খারাপ ভিডিওতে ক্লিক বা শেয়ার করবেন না
. ট্যাগ রিভিউ- রাখুন কেউ যেন কোন কিছু ট্যাগ করলে আপনার রিভিউ ছাড়া যেন টাইমলাইনে প্রদর্শন না হয় সেজন্য Setting>> Timeline and Tagging Settings>>> Who can add things to my timeline?>>> Review posts that friends tag you in before they appear on your Timeline? >>>Enable করুন

. খারাপ ফেসবুক অ্যাপ বা গেইমস ক্লিক করবেন না সন্দেহজনক অ্যাপ ডিলিট করুন
সংগৃহীত : মোএলাহান উদ্দিন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন

Wednesday, July 29, 2015

শর্টকাট ভাইরাস


শর্টকাট ভাইরাস


আমরা অনেকেই ইদানিং শর্টকাট ভাইরাসের জ্বালাতনে অতিষ্ঠ। অনেকেই চিন্তিত হয়ে পড়েন এটি রিমুভের বিষয়ে। এটা আসলে কোন ভাইরাস নয়, এটা একটি "VBS Script"।



শর্টকাট ভাইরাস স্থায়ীভাবে রিমুভের জন্য আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

যে কম্পিউটারটি আক্রান্ত হয় নি সে কম্পিউটারের জন্য - 


১. RUN এ যান।
২. wscript.exe লিখে ENTER চাপুন।
৩. Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY করুন।
এবার কারো পেনড্রাইভের শর্টকাট ভাইরাস আর আপনার কম্পিউটারে ডুকবে না।
আক্রান্ত কম্পিউটারের জন্য:
১. কী বোর্ডের CTRL+SHIFT+ESC চাপুন।
২. PROCESS ট্যাবে যান।
৩. এখানে wscript.exe ফাইলটি সিলেক্ট করুন।
৪. End Process এ ক্লিক করুন।
৫. এবার আপনার কম্পিউটারের C:/ ড্রাইভে যান।
৬. সার্চ বক্সে wscript লিখে সার্চ করুন।
৭. wscript নামের সব ফাইলগুলো SHIFT+DELETE দিন।
৮. যেই ফাইলগুলো ডিলিট হচ্ছে না ওইগুলো স্কিপ করে দিন।
৯. এখন RUN এ যান।
১০. wscript.exe লিখে ENTER চাপুন।
১১. Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY করুন।

ব্যাস হয়ে গেল আপনার কম্পিউটার শর্টকাট ভাইরাস মুক্ত। এবার অন্য কারো পেনড্রাইভের শর্টকাট ভাইরাস আর আপনার কম্পিউটারে ঢুকবে না।

আক্রান্ত পেনড্রাইভের জন্য:

১. আপনার পেনড্রাইভটি কম্পিউটারের সাথে সংযুক্ত করুন।
২. এবার cmd তে যান।
৩. আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটারটি লিখে ইন্টার দিন। (যেমন: I:)
৪. নিচের কোডটি নির্ভুলভাবে লিখুন।
৫. কোডঃ attrib -s -h /s /d *.*
৬. ইন্টার কী চাপুন।
৭. এবার দেখুন পেনড্রাইভে রাখা আপনার ফাইলগুলো পুনরায় দেখাচ্ছে কিনা?
৮. এবার আপনার গুরুত্বপূর্ণ ডাটাগুলো রেখে পেনড্রাইভ ফরম্যাট করে দিন।
হয়ে গেল আপনার পেনড্রাইভ শর্টকাট ভাইরাস মুক্ত।

- সংগ্রহিত

Tuesday, July 28, 2015

ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস ‘ফ্রীল্যান্সার’ টিউটোরিয়ালঃ পর্ব ১


ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস ‘ফ্রীল্যান্সার’ টিউটোরিয়ালঃ পর্ব ১


বর্তমান ই-কমার্স বিশ্বে আউটসোর্সিং এ সফলতার কথা বলে শেষ করা যাবে না। আমাদের দেশ-ও এর থেকে কোন অংশে পিছিয়ে নেই। এ পর্যন্ত যত গুলো ফ্রিলান্স সাইট আছে কোন না কোনটাতে বাংলাদেশীদের সফলতা আছেই, তা বলার অপেক্ষা রাখে না। তার মধ্যে ওডেস্ক, ফ্রিলান্সার, রেন্টএকোডার, স্ক্রিপ্টলান্স উল্লেখযোগ্য। বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় কয়েক হাজার কাজ রয়েছে এই সাইট গুলোতে। আমরা যারা কাজ করছি এই সাইগুলোতে এবং মোটামুটি সফল তারাতো সামনের দিনে আরো সফল হবো ইনশাআল্লাহ। কিন্তু আমাদের লক্ষ থাকা উচিত নতুনদেরকেও এগিয়ে নিয়ে যাওয়া।
সেই প্রয়াস নিয়েই আমার ফ্রিলান্সার নিয়ে লিখা শুরু করা। যতটুকু পারি পুরো ব্যাপারগুলো ধারাবাহিক বিস্তারিত জানাবো। তো চলুন ফ্রিলান্সার নিয়ে প্রথম পর্ব শুরু করা যাক…

ব্যবহারকারী নিবন্ধন প্রক্রিয়া

১. সরাসরি এই লিঙ্ক এর চলে যান। নিচের মত ব্যবহারকারী নিবন্ধন পেজ আসবে। এখানে আপনার ব্যহারকারী নাম(ইউজার নেম), ইমেইল ঠিকানা, পাসওয়ার্ড, আপনার নাম, ঠিকানা, আপনি কি হিসাবে ফ্রিলান্সারে কাজ করবেন(এখানেLooking for both hire and workটিক দিবেন অবশ্যই, পরের চেক বক্সগুলোচেক করা বাধ্যতামূলক নয়, তবে আপনার ইচ্ছা হলে করতে পারেন। একদম শেষ-এর চেক বক্সটি গুরুপ্তপূর্ণ। এটি আপনার গোল্ড মেম্বারশীপ এর জন্য। ফ্রিলান্সারে অভিজ্ঞতা অর্জন করে তারপর এই গোল্ড মেম্বারশীপ নেয়া উচিত। কারন গোল্ড মেম্বারশীপ এর ফি বাবদ ফ্রিলান্সার প্রতি মাসে আপনার একাউন্ট থেকে 24.95$ চার্জ কাটবে । যদিও গোল্ড মেম্বারশীপের অনেক সুবিধা আছে। কিন্তু আপনার আয় না হলে এই মেম্বারশীপ নিয়ে বরং উল্টো ক্ষতির মুখে পরবেন। 😉 এগুলো নিয়ে পরবর্তী যে কোন পোষ্ট এর আলাচনা কররো। এবার সকল তথ্য নির্ভূলভাবে স্থাপন করা হলে Join বাটন এ ক্লিক করুন।
1
৩. এবার আপনি যে মেইলটি দিয়ে নিবন্ধন করলেন, সেই মেইলে ভেরিফিকেশন কোড ও লিঙ্ক যাবে যেটি দিয়ে আপনি আপনার একাউন্ট-টি ভেরিফাই করবেন।
2
৪. আমি এখানে শুধু কোড ব্যবহার করে ভেরিফাই করেছি। কোডটি প্রবেশ করান এবং এন্টার করুন। আপনি ইচ্ছা করলে লিঙ্ক এর ক্লিক করেও ভেরিফাই করতে পারেন।
3
৫. ৩/৪ সেকেন্ডের মধ্যে পেজটি রিডাইরেক্ট করে আপনার নতুন একাউন্টের ড্যাশবোর্ডে চলে আসবে, ঠিক নিচের মত।
4
৬. সেই সাথে আপনার ইমেইলে-ও একটি একাউন্ট কনর্ফাম মেইল যাবে।
5
এই হল ফ্রিলান্সারে আপনার একাউন্ট নিবন্ধন এর সহজ পদ্ধতি। সমস্যা হলে অবশ্যই জানাবেন। :)

প্রোফাইল সাজানোর প্রক্রিয়া

একাউন্ট তৈরী শেষ। কিন্তু এখানেই কাজ শেষ নয়। আপনার কাজ পাবার অনেক অংশে নির্ভর আপনার প্রোফাইলের উপরে। মনে রাখতে হবে, অধিকাংশ বায়ার যারা নিয়মিত সাইটে কাজ পোস্ট করে তারা কাজ দেওয়ার পূর্বে ফ্রিল্যান্সারদের প্রোফাইলকে পর্যবেক্ষণ করে। তো এবার আসুন কিভাবে আপনার প্রোফাইলকে আকর্ষনীয় করে তুলবেন তা দেখে নিই।
১. My Profile > My Qualifications এ ক্লিক করুন।
6
২. এখানে Websites, IT & Software, Mobile Phones & Computing, Writing & Content, Design, Media & Architecture, Data Entry & Admin, Engineering & Science, Product Sourcing & Manufacturing, Sales & Marketing, Other এই কয়টি বিভাগে অসংখ্য কাজের ধরন আছে। এখানে থেকে আপনাকে নির্বাচন করতে হবে আপনি কোন কাজের জন্য উপযুক্ত সেটিকে নির্বাচন করেন। উল্লেখ্য সাধারন সদস্য হিসাবে আপনি ২৫টার বেশি কাজের ধরন নির্বাচন করতে পারবেন না। কিন্তু গোল্ড মেম্বাররা ৫০টার বেশি নির্বাচন করতে পারেন। মাসে ১০ বার কাজের ধরন পরিবর্তন করতে পারবেন।
7
২. Other Skills: এখানে আপনাকে কিছু দক্ষতা উল্লেখ করতে হবে যে কাজ গুলো একজন প্রোভাইডার হিসাবে আপনি করতে পারেন। তবে হ্যা যা জানেন শুধু তা-ই উল্লেখ করবেন। উদাহরন স্বরূপ: Forum Posting, Facebook, Myspace, Twitter, Data Entry, Data Processing, Graphics Design (Photoshop & Illustrator), Website Design, HTML, CSS, Web Research, Blogging & SEO, Website Promotion, Article Submission, Internet Marketing, Bulk Marketing, Google AdSense, Marketing.
৩. Vision: আপনার কি তা এখানে উল্লেখ করুন। হিসাবে আমি দিয়েছি “try to change lie yourself” 😉
৪. Keywords: এখানেও আপনার কি তা এখানে উল্লেখ করুন। হিসাবে আমি দিয়েছি “RangpurSource” 😉
৫. Your Average Hourly rate: প্রথম অবস্খায় 3/5$ দিতে পারেন। পরবর্তীতে আরো বেশি করে দিতে পারবেন।
৬. You’re Profile: এখানে আপনি বা আপনার কোম্পানী সম্পর্কে লিখুন।
৭. তারপর SAVE ক্লিক করুন।
8
৮. এবার আপনার প্রোফাইলটি দেখতে কেমন হল তা দেখতে হলে My Profile > View External Profile এ ক্লিক করুন। কিছুক্ষনের মধ্যেই আপনার প্রোফাইল দেখতে পারবেন।
9
৯. এবার দেখুন আপনার প্রোফাইল কেমন হল :)
১০. যেহেতু আপনি এখনো কোন প্রোজেক্ট এ বিড করেন নাই বা কোন প্রোজেক্ট বায়ার হিসাবে ওপেন করেন নাই। এই কারনে প্রথম দিকে আপনার প্রোফাইল ফাকা দেখাবে।
10
১১. এবার ড্যাশবোর্ডে চলুন। দেখে নিন আপনার প্রোফাইলটি কত পারসেন্ট সম্পূর্ণ হয়েছে তা প্রদর্শন করবে।
11
তো শুরু করে দিনে আপনার ফ্রিলান্সার ক্যারিয়ার। :) পরবর্তী পোষ্টে আসছে কিভাবে বিড করবেন। তো প্রস্তুত থাকুন আর চোখ রাখুন বিপি-র পোস্টিং প্যানেলে। 😀
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। :)
সূত্র (সংগৃহীত) : আরিফুল ইসলাম শাওন,  বিজ্ঞান ও প্রযু্ক্তিব্লগ.কম থেকে ।