বেকারত্ব দুর - সমৃদ্ধ আলোকিত জাতি গঠনে অনলাইন আয়ের বিকল্প নাই

আপনার একটি কম্পিউটার ও ইন্টারনেট লাইন থাকলে, আর যদি কম্পিউটারে ন্যূনতম জ্ঞান থাকলে সহজেই আপনি সহজেই গুগলে সার্চ দিয়ে নিজকে অভিজ্ঞ করে অনলাইন আয় করতে পারেন।

এ যুগে ফেসবুক, টুইটার সহ ইনন্টারনেটের ধারনা না থাকা লজ্জ্বার বিষয়

আপনার ই-মেইল একাউন্ট নেই, বা ফেসবুক- ইউটিউবসহ সাইটসমূহে আপনার অংশ গ্রহন নাই, গুগল সা ইঞ্জিন বা গুগল সম্পর্কে জানেন না, এটা কি লজ্জার ব্যপার নয়। এখন সকল তথ্যই ইন্টারনেটে ফ্রিতে পাওয়া যায়।

পিসি বা ল্যাপটপ এবং ইন্টারনেট লাইন থাকে তাহলে আজই আয় শুরু করুন

আপনি যদি ফেসবুক, ইমেইল একাউন্ট থাকে এবং মোটামুটি টাইপ করতে পারেন, বিশ্বের খ্যাতনামা অনলাইন Odesk, Elance, Freelancer সাইট ইত্যাদি সাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করে, ফ্রিতে ইন্টারনেটে নিজকে যে কোন ১ বিষয়ে দক্ষ করে আজই বৈদেশিক মুদ্রা আয় শুরু করুন।

কথায় আছে – সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না

প্রতিজ্ঞা করি শুধু ফেসবুক ও অন্যান্য অপ্রয়োজনীয় সাইটে সময় অপচয় না করে মূল্যবান সময়কে কাজে লা্গাই। শুধু এ জীবননয় অনন্ত কালের কবরের সামানা এখনই তৈরী করা শুরু করি।নামাজে পাবন্দি করি ও প্রতিটি চোখের পলকে জিকির ও ফিকিরে কাটাই।

IT Bd Soft (Anika Computer) একটি অভিজ্ঞ ও বিশ্বস্থ IT ট্রেনিং প্রতিষ্ঠান

আপনি আমাদের সংক্ষিপ্ত হ্যান্ড নোট /পিডিএফ ও ভিডিও টিউটোরিয়াল খুবই স্বল্প মুল্যে নিয়ে নিজে নিজে প্রাকটিক করে নিজকে দক্ষ ও যোগ্য করে তুলূন এবং তারপর আয় শুরু করতে পারবেন।

Friday, October 30, 2015

ফেসবুকের নতুন ফিচার

ফেসবুকের নতুন  ফিচার

সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম ফেসবুক দিন দিন যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার তবে এসব ফিচার সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি না নিচে তেমনই কয়েকটি ফিচার নিয়ে আলোচনা করা হলো :

. লাইভ ভিডিও স্ট্রিমিং

ফেসবুব সম্প্রতি লাইভ ভিডিও স্ট্রিমিং সেবা এনেছে এর মাধ্যমে তারকারা সরাসরি তাদের ভক্তদের কাছে লাইভ ভিডিও প্রদর্শনের সুযোগ সৃষ্টি হয়েছে সেবাটির জন্য ফেসবুকের মেনশনস অ্যাপ ব্যবহার করতে হবে

ভ্যারিফাইড ব্যবহারকারীদের জন্য অ্যাপ : ফেসবুকের ভ্যারিফাইড ব্যবহারকারীদের জন্য প্রতিষ্ঠানটি একটি অ্যাপ উন্মুক্ত করেছে মেনশনস অ্যাপ নামে অ্যাপটি বেশ কিছু বাড়তি সুবিধা দেবে

Wednesday, October 14, 2015

চোখ সুস্থ রাখার তিন ব্যায়াম


চোখ সুস্থ রাখার তিন ব্যায়াম


মানুষের শরীরের স্পর্শকাতর অঙ্গগুলোর একটি চোখ এই অঙ্গে এক কণা ধূলা অনেক অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে অথচ এই চোখের প্রতি আমরা কতটুকুই বা নজর দিই? শরীরের যত্ন নিতে ব্যায়াম করেন অনেকেই কিন্তু চোখের ব্যায়াম করেন খুব কম সংখ্যক মানুষই আজকের দিনে অধিকাংস মানুষেরই কাজ কম্পিউটার বা ল্যাপটপে৷ তাতে চোখের ক্ষতি হয় সেকথা কারও অজানা নয় কিন্তু তাতেও চোখের প্রতি নজর দেন খুব কম মানুষ কিন্তু চোখকে ঠিক রাখার জন্য প্রতিদিন কয়েকটি ব্যায়ামই যথেষ্ট আর এর জন্য আপনার অতিরিক্ত সময় বের করারও দরকার নেই কর্মক্ষেত্রে বসেই আপনি করতে পারেন এই সহজ অথচ উপকারী এই ব্যায়ামগুলো চলুন এবার দেখে নেওয়া যাক চোখের উপকারী তিনটি ব্যায়াম


ব্যায়াম-: কাজের ফাঁকে খানিকটা সময় চোখ বন্ধ করে রাখুন হাতে হাত ঘষে হাতের তালু কিছুটা গরম করে বন্ধ চোখের ওপর রাখুন হাতের তালু এমনভাবে রাখুন যাতে ভেতরে কোনো আলো না যেতে পারে দুই মিনিট এভাবে চোখ বন্ধ করে রাখুন দিনে বেশ কয়েকবার এরকম করলে আপনার চোখের বিশ্রাম হবে

ব্যায়াম-: যাঁরা কম্পিউটার মোবাইল ফোন বেশি মাত্রায় ব্যবহার করেন তাদের চোখ শুকিয়ে যাওয়ার সমস্যায় ভুগতে দেখা যায় তাদের জন্য ব্যায়াম হচ্ছে একটানা তাকিয়ে না থেকে ঘন ঘন চোখের পাতা ফেলা কম্পিউটার মোবাইল ফোন ব্যবহারের সময় সাধারণের তুলনায় ঘন ঘন চোখের পাতা ফেলুন এতে চোখ শুকিয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে

ব্যায়াম-: প্রতিদিন রাতে ঘুমানোর সময় বিছানায় শুয়ে চোখ বন্ধ করুন এরপর চোখের পাতা আঙুলের ডগা দিয়ে হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন ভ্রুর নিচের দিক চোখের নিচের দিক এভাবে দুই মিনিট ম্যাসাজ করে নিন এতে ঘুমও ভালো হবে আপনার চোখের অতিরিক্ত ক্লান্তিও দূর হবে প্রশান্তি আসবে

বিডি-প্রতিদিন/১০ অক্টোবর, ২০১৫/মাহবুব


- See more at: http://www.bd-pratidin.com/life.../2015/10/11/111367#sthash.XSijL2vz.dpuf