বেকারত্ব দুর - সমৃদ্ধ আলোকিত জাতি গঠনে অনলাইন আয়ের বিকল্প নাই

আপনার একটি কম্পিউটার ও ইন্টারনেট লাইন থাকলে, আর যদি কম্পিউটারে ন্যূনতম জ্ঞান থাকলে সহজেই আপনি সহজেই গুগলে সার্চ দিয়ে নিজকে অভিজ্ঞ করে অনলাইন আয় করতে পারেন।

এ যুগে ফেসবুক, টুইটার সহ ইনন্টারনেটের ধারনা না থাকা লজ্জ্বার বিষয়

আপনার ই-মেইল একাউন্ট নেই, বা ফেসবুক- ইউটিউবসহ সাইটসমূহে আপনার অংশ গ্রহন নাই, গুগল সা ইঞ্জিন বা গুগল সম্পর্কে জানেন না, এটা কি লজ্জার ব্যপার নয়। এখন সকল তথ্যই ইন্টারনেটে ফ্রিতে পাওয়া যায়।

পিসি বা ল্যাপটপ এবং ইন্টারনেট লাইন থাকে তাহলে আজই আয় শুরু করুন

আপনি যদি ফেসবুক, ইমেইল একাউন্ট থাকে এবং মোটামুটি টাইপ করতে পারেন, বিশ্বের খ্যাতনামা অনলাইন Odesk, Elance, Freelancer সাইট ইত্যাদি সাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করে, ফ্রিতে ইন্টারনেটে নিজকে যে কোন ১ বিষয়ে দক্ষ করে আজই বৈদেশিক মুদ্রা আয় শুরু করুন।

কথায় আছে – সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না

প্রতিজ্ঞা করি শুধু ফেসবুক ও অন্যান্য অপ্রয়োজনীয় সাইটে সময় অপচয় না করে মূল্যবান সময়কে কাজে লা্গাই। শুধু এ জীবননয় অনন্ত কালের কবরের সামানা এখনই তৈরী করা শুরু করি।নামাজে পাবন্দি করি ও প্রতিটি চোখের পলকে জিকির ও ফিকিরে কাটাই।

IT Bd Soft (Anika Computer) একটি অভিজ্ঞ ও বিশ্বস্থ IT ট্রেনিং প্রতিষ্ঠান

আপনি আমাদের সংক্ষিপ্ত হ্যান্ড নোট /পিডিএফ ও ভিডিও টিউটোরিয়াল খুবই স্বল্প মুল্যে নিয়ে নিজে নিজে প্রাকটিক করে নিজকে দক্ষ ও যোগ্য করে তুলূন এবং তারপর আয় শুরু করতে পারবেন।

Monday, September 28, 2015

ফেসবুকে হ্যাক হওয়া আইডি ফেরত পাবার উপায়

ফেসবুকে হ্যাক হওয়া আইডি ফেরত পাবার উপায়

ভাবুন  একবার আপনার আপনার প্রিয় ফেসবুক েএকাউন্ট হ্যাক হয়েছে। কি বিছ্রি  জিনিষ ! চিন্তা করা যায়। বন্ধু আত্মীয় স্বজনের কাছে কতটা নীচু হতে হবে। রোগাক্রান্ত হওয়ার আগেই প্রতিরোধই উত্তম নয় কি ?  

আসুন নীচের এই লিঙ্ক  বা টুল থেকে  আপনার পাসওয়ার্ড কতটা সুরক্ষা দিবে তার ইঙ্গিত নিন বা পাবেন, 


পাসওয়ার্ড দেয়ায় সতর্কতা  ঃ

পাসওয়ার্ড  কোন ক্রমেই যেন কমন বা পরিচিত না হয়। যেমন : মোবাইল নং  বা  নাম নিজের বা স্ত্রী/স্বামী বা ছেলেমেয়ের নাম     বা   জম্মতারিখ , শহরের নাম অর্থাৎ কমন যেন না হয়।

এছাড়াও অবশ্যই ফেসবুকের ইউজার নেমেই ও পাসওয়ার্ড অবশ্য অন্য কোথায় লিখে রাখবেন।  পাশাপাশি ফেসবুকে ফোন নাম্বার এড করে রাখবেন। 

 পাসওয়ার্ড কঠিন হওয়া আবশ্যক ঃ

 ছোট ও বড় হাতের অক্ষর এর সাথে নিউমেরিক যোগ করলে ভাল হয়। পাসওয়ার্ডের ব্যাপারে এই লিঙ্ক তেকে আটিকেলটি পড়লে ভাল হয়। এছাড়া পাবলিক/ সাইবার কাফে বা অন্যকোন অবিশ্বস্থ জায়গায় ফেস বুক েএকাউন্ট খুললে অবশ্যই হিস্টি ডিলিট করে দিবেন, কোন ক্রমেই 
একটু অসাবধান থাকলেই আপনিও হারাতে পারেন আপনার ফেসবুক আইডি শীর্ষ এই সামাজিক মাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে মাঝে মধ্যেই বিব্রত হতে হয় দেখা যায় নিজের অ্যাকাউন্টের দখল নিজের থাকে না অ্যাকাউন্ট হ্যাকিং-এর শিকার হলে এমনটি ঘটে আমরা সবাই তা জানি এই রকম ভুক্তভোগী অনেকেই আছেন তবে হ্যাক হলেও চিন্তার কিছু নেই ফিরে পাওয়া যাবে সেটি তবে ফেসবুকের শর্ত অনুযায়ী

ফেসবুকে  হ্যাক হওয়া আইডি ফেরত পাবার উপায় ঃ

হ্যাক হওয়ার পর আপনার সাধের ফেসবুক আইডিটি ফিরে পেতে হলে কাজ করতে হবে কয়েকটি ধাপে প্রথমে আপনার ব্রাউজারের এড্রেস বার এ গিয়ে  http:// www.facebook.com/ hacked      এই লিংক প্রবেশ করুন 


তারপর এ -  'my account is compromised' ক্লিক করুন



তারপর ফোন নাম্বার, -মেইল কিংবা ইউজার নাম দিয়ে আপনার সাধের ফেসবুক অ্যাকাউন্টটি শনাক্ত করতে হবে সতর্কতার সঙ্গে

-মেইল কিংবা ইউজার নেইম দিয়ে অ্যাকাউন্ট সার্চ করলে security check অপশনে নির্দিষ্ট ক্যাপচা এন্ট্রি করতে হবে এরপর অ্যাকাউন্ট নির্বাচন করে পুরনো পাসওয়ার্ড দিতে হবে এরপর নিরাপত্তাজনিত কিছু প্রশ্ন জানতে চাওয়া হবে কয়েকক ধাপে সেগুলো সঠিক উত্তর দিলে আপনার হ্যাক হওয়া সাধের ফেসবুক আইডি ফিরে পাবেন তবে শর্ত একটাই, সব তথ্য সঠিকভাবে দিতে হবে